আতঙ্ক বেড়ে চলছে অ্যাডিনোভাইরাস নিয়ে

0 min read

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। এবার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ দেওয়া হল। আরটিপিসিআর পরীক্ষা থেকে ভেন্টিলেটর ঠিক আছে কিনা, সব দেখে নিতে হবে বলে নির্দেশ এসেছে হাসপাতালগুলির কাছে।

অ্যাডিনোভাইরাস বাড়তে থাকায় জ্বর ও শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এবার থেকে তাদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই পরীক্ষার পাশাপাশি হাসপাতালে থাকা পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি ঠিক ভাবে কাজ করছে কিনা তা প্রতিনিয়ত পরীক্ষা করার কথা বলা হয়েছে। এছাড়া হাসপাতালে অক্সিজেন সরবরাহ সহ বাকি সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কিনা তার দিকেও নজর দিতে হবে বলে নির্দেশ।

স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে, রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টার হিসেবে প্রতিদিনের রিপোর্ট করতে হবে। আর নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ইমেলে পাঠাতে হবে সেই নথি। পাশাপাশি সব হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খুলতে হবে।

You May Also Like