করোনা টিকা নিয়ে নানা গুজব: সরযূ নদীতে ঝাঁপ প্রায় ২০০ মানুষের

1 min read

উত্তরপ্রদেশে করোনার টিকা দিতে গিয়ে প্রায় হিমশিম খেলেন স্বাস্থ্যকর্মীরা। অনেক পরিশ্রম করেও মাত্র ১৪ জনকে টিকা দেওয়া সম্ভব হয়। টিকা নিয়ে গুজবের ফলে টিকাকরন থেকে সরযূ নদীতে ঝাঁপ দেয় প্রায় ২০০ গ্রামবাসী । শনিবার রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঐদিন গ্রামের মধ্যে একদল স্বাস্থ্যকর্মী টিকাকরনের জন্য পৌঁছয়। তাদের দেখামাত্রই গ্রামবাসীদের মধ্যে হইচই পরে যায়।

এমন বেগতিক পরিস্থিতি দেখে এগিয়ে আসেন মহকুমাশাসক রাজীব কুমার শুক্ল। নানাভাবে তিনি গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতেই পরিস্থিতি আরও বিগড়ে যায়, তাদের মতে ‘বিষ ইনজেকশন’ তারা কোনমতেই নিবে না। টিকার হাত থেকে বাঁচতে প্রায় ২০০ গ্রামবাসী ঝাঁপ দেন সরযূ নদীতে।

স্থানীয় সূত্রের খবর, করোনা টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে সাধারন মানুষের মধ্যে। টিকাকরনের মাধ্যমে নাকি গ্রামবাসীদের শরীরে বিষ প্রয়োগ করা হচ্ছে। এমনটাই গোটা গ্রামে রটানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে । কয়েক জন গ্রামবাসী পরবর্তীতে রাজী হওয়াতে তাদের প্রশাসনের পক্ষ থেকে টিকাকরণের ব্যাবস্থা করা হয় ।

You May Also Like