চাঞ্চল্যকর পরিস্থিতি বোলপুরের বেসরকারি ব্যাঙ্কে আগুন, ছিল অনুব্রতর অ্যাকাউন্ট

1 min read

বোলপুর জুড়ে তৎপরতা তুঙ্গে। একদিকে যেমন গরু পাচার মামলায় তদন্ত চলছে ঝড়ের গতিতে এরই মাঝে একটি বেসরকারি ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরে। আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন আসলেও প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে তারা সক্ষম হয়নি।

কিন্তু কী ভাবে এই আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। চমকের বিষয় হল এই, যে ব্যাঙ্কে আগুন লেগেছিল সেই ব্যাঙ্কেই গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের বেশ কয়েকটি অ্যাকাউন্ট ছিল! এমনকি সিবিআই এখানে দু’বার হানাও দিয়েছিল তথ্যের খোঁজে। তাহলে কি সেই তথ্য পুড়ে গেল, আর মিলবে না?

অবশ্যভাবে অনেকের মনেই প্রশ্ন উঠেছে আগুন কী ভাবে লাগল সেই বিষয়ে। কেউ কেউ তো আবার রাজনৈতিক অভিসন্ধিও দেখতে পাচ্ছেন। সন্দেহ করা হচ্ছে, অনুব্রত মণ্ডলের তথ্য নষ্ট করে দেওয়ার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেও এই বিষয় নিয়ে কোনও আলোকপাত করছে না। আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই মজবুত তথ্য মিলছে না। তাই স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়ছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গরু পাচার মামলায় একাধিক সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল। যাদের মধ্যে এই ব্যাঙ্কটিও ছিল। এখানে আবার আসার কথা ছিল সিবিআই আধিকারিকদের। আরও তথ্য খতিয়ে দেখার কথা ছিল। কিন্তু এখন আগুন লাগার কারণে বহু নথি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

You May Also Like