The Born To Shine scholarship জিতল কলকাতার ছয় প্রডিজি শিশু

1 min read

The Born To Shine scholarship জিতে কলকাতাকে গর্বিত করল ছয় প্রডিজি শিশু। এই ছয় জন হল- অঙ্কিতা প্রধান (১৩), প্রতিতি দাস (১২), প্রীতি ভট্টাচার্য (১২), সায়ন্তনী কাঞ্জিলাল (১২), শ্রীজা কয়াল (৬), এবং সৌম্য ধল (১৪)। নাচে ও গানে  অসামান্য প্রতিভা প্রদর্শন করে  তারা চার লক্ষ টাকার Born To Shine scholarship জিতে মেন্টরশিপ প্রোগ্রামেও স্থান করে নিয়েছে।

উল্লেখ্য,  জিভইন্ডিয়ার সাথে যৌথ উদ্যোগে এই Born To Shine scholarship-এর আয়োজন করে ZEEL (জি এন্টারটেইনমেন্ট  এন্টারটেইনমেন্ট লিমিটেড)। দেশব্যাপী ৩০জন মেয়ে শিশুকে তাদের অসামান্য প্রতিভার জন্য পুরস্কৃত করে ZEEL। দেশব্যাপী প্রায় ৫,০০০-এরও বেশি প্রতিযোগী এই Born To Shine scholarship প্রগ্রামে অংশ গ্রহণ করেছিল।

বেশিরভাগ ক্ষেত্রে এই প্রডিজি শিশুদের প্রতিভা প্রথমে তাদের মা-বাবা আবিষ্কার করেন। তারপর  পরামর্শদাতা এবং স্কুল শিক্ষকদের দ্বারা রুটিন মাফিক কঠোর অনুশীলনের মাধ্যমে প্রডিজি শিশুরা তাদের প্রতিভা দিয়ে দেশবাসীকে মুগ্ধ করে ZEEL-এর এই Born To Shine scholarship জিতে নিয়েছে।

You May Also Like