মহিলা সংরক্ষণ বিলের আওতায় আনা হোক ওবিসিদের, দাবি সোনিয়ার

1 min read

বুধবার নতুন সংসদ ভবনে বক্তব্য পেশ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘এটি অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত আমার কাছে। এই বিল আমার জীবনসঙ্গী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল। এই বিল পাশ হলেই তাঁর স্বপ্ন পূরণ হবে। কংগ্রেসই এই বিল নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। মহিলা সংরক্ষণ বিলে আমাদের সমর্থন রয়েছে। এই বিলের আওতায় আনা হোক এসসি, এসটি, ওবিসিদের। অবিলম্বে এই বিল পাশ করা হোক।’ 

মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব ঘিরে সংসদে এদিন সংঘাতে জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি। বিজেপির দাবি, এই বিলের কৃতিত্ব কংগ্রেস চাইলেও, সেই সময়ে কংগ্রেসের আনা বিল ত্রুটিপূর্ণ ছিল। এদিকে বিজেপির প্রস্তাব ঘিরে গর্জে ওঠে তৃণমূল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, আইআইটি, ইসরোর মহিলা গবেষকদের বেতন বন্ধ করেছে বিজেপি সরকার। নারীদের উপর অত্যাচার বন্ধ করতে পারেনি কেন্দ্র।

উল্লেখ্য, মঙ্গলবার মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয় লোকসভায়। নতুন সংসদে বিশেষ অধিবেশন চলাকালীন এই বিল পেশ করা হয়। ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ নাম এই বিলের। এর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। 

You May Also Like