শ্রীনগর কর্তৃপক্ষ  বেশ কয়েকটি ছুরিকাঘাতের  ‘ধারালো অস্ত্র’  বিক্রি  ক্রয় এবং বহন নিষিদ্ধ করেছে                                                                                                                                                                                                                                                                                                                   

1 min read

একজন সরকারী মুখপাত্র জানিয়েছেন শ্রীনগর কর্তৃপক্ষ শুক্রবার শহরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্য স্থানে ‘ধারালো অস্ত্র’ বিক্রি, ক্রয় এবং বহন নিষিদ্ধ করেছে। শ্রীনগর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আইজাজ আসাদ এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন ।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানিয়েছে কামারওয়ারি,বেমিনা, ক্রালপোরা,বাটমালু,নওহাট্টা,কোঠিবাগ,রামবাগ সহ অন্যান্য জায়গা থেকে সাম্প্রতিক বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনার ফলে দৃশ্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থা, বৈধ পেশাগত উদ্দেশ্যে (যেমন কসাই, ছুতোর, ইলেকট্রিশিয়ান, শেফ ইত্যাদি) এই ধরনের অস্ত্রধারী ব্যক্তি ছাড়া সকলের জন্য নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আদেশে আরও বলা হয়েছে যে কোনও ব্যক্তির কাছে যা ধারালো অস্ত্র রয়েছে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় আত্মসমর্পণ করতে হবে।

You May Also Like