পিছিয়ে গেলো সুকন্যার জামিনের মামলা

1 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের পিছল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি। ২২ অগাস্ট পর্যন্ত মামলা মুলতুবি রাখলেন দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা৷

সুকন্যা ও ইডি-দুই পক্ষকেই নিজেদের বক্তব্য লিখিতভাবে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। গরু পাচার মামলায় অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল দু’জনই দিল্লির তিহার জেলে বন্দি। বারবার খরিজ হয়েছে তাঁদের জামিনের আবেদন৷

আদালতে সুকন্যার আইনজীবীরা বলেন, এই মামলার ইডির চার্জশিটে অন্যতম অভিযুক্ত ধৃত বিএসএফ ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নাম থাকা সত্ত্বেও, তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র অনুব্রতর কন্যা বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

You May Also Like