টাটা টিয়াগো স্পর্শ করল ৫ লক্ষ ইউনিট সেলস মাইলস্টোন

1 min read

ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা টাটা মোটর্স-এর টিয়াগো (Tiago) ৫০০,০০০ ইউনিট বিক্রয়ের মাইলফলক স্পর্শ করল। টিয়াগোর সর্বশেষ এক লক্ষ ইউনিট বিক্রয় হয়েছে মাত্র ১৫ মাসে।

বিগত বছরগুলিতে টাটা টিয়াগো ৪০টিরও বেশি পুরস্কার অর্জন করেছে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আকর্ষণীয় ডিজাইন, ফিচার-রিচ ইন্টেরিয়র ও দুর্দান্ত সেফটি ফিচার্স সম্পন্ন টিয়াগো রেঞ্জ পাওয়া যায় পেট্রল, সিএনজি ও ইলেক্ট্রিকের একাধিক পাওয়ারট্রেন অপশনে। এছাড়া, এসইউভি’র মতো ডিজাইনের টিয়াগো এনআরজি পাওয়া যায় পেট্রল ও সিএনজি অপশনে।

লঞ্চের পর থেকে টিয়াগো বেশকিছু উল্লেখযোগ্য মাইলস্টোন ছুঁয়েছে। ২০২০ সালে জানুয়ারিতে টিয়াগো ৪-স্টার সেফটি রেটিং পেয়েছে জিএনসিএপি (GNCAP) থেকে। তরুণদের কাছে টিয়াগো হয়ে উঠেছে গো-টু-হ্যাচব্যাক (go-to hatchback)। ৫ লক্ষ গ্রাহক অর্জন উপলক্ষে টাটা মোটর্স দেশজুড়ে গর্বের সঙ্গে সাফল্য উদযাপন করছে।

You May Also Like