মঞ্জুর হলো না প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি।

এবার শারীরিক অবস্থার কথা জানিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে ২৪ ঘন্টার জন্য একজন সহায়ক চেয়ে আবেদন জানিয়েছেন পার্থ। আবেদনের পরই এসএসকেএম হাসপাতালকে বিষয়টি সম্পর্কে অবগত করে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে তাকে দেখতে যান ৩ চিকিৎসক।

সব পরীক্ষানিরীক্ষা করে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট দেন, পাশাপাশি সমস্যা কমাতে ব্যায়াম করার পরামর্শ দেন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েই জেল কর্তৃপক্ষ পার্থর আবেদন থেকে মুখ ফিরিয়ে নেন। তবে জানা গিয়েছে ২৪ ঘন্টার জন্য না হলেও ব্যায়ামের সময় তার সাথে একজন সহায়ক দেওয়ার অনুমতি মিলেছে।

You May Also Like