পূর্বাভাসকে আরও নিখুঁত করতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর

1 min read

চলতি বছর শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর। এর ফলে শহরে প্রায়শই নানা সঙ্কটের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর অত্যাধুনিক এলাকা ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থাপনা চালু করছে বলেই খবর। আগামী বর্ষার আগেই এই ব্যবস্থা চালু করা হয়ে যাবে। এক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মহা নির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথাই জানিয়েছেন।

কলকাতায় ‘আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম’ চালু করা হবে। ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের অনেক শহরেই এই ব্যবস্থা চলছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে কলকাতাতেও এই পরিকাঠামো তৈরি হবে আগামী দিনে। এই সিস্টেমের মাধ্যমে কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি হবে, তার কী প্রভাব পড়বে সব নিখুঁত ভাবে জানা যাবে। পাশাপাশি বজ্রপাতসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নিখুঁতভাবে পেতে রাজ্য আবহাওয়া দফতরের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।

আবহাওয়া দফতরের মহা নির্দেশক একই সঙ্গে এও জানান, এখন থেকে মৌসম ভবন কালবৈশাখী ছাড়া সমস্তরকম আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে এবং তার মধ্যে ৬০ থেকে ৮০ শতাংশ আবহাওয়ার পূর্বাভাস সঠিক হবে বলেই দাবি। এছাড়া কলকাতা-সহ ভারতের নানা অংশে নতুন র‍্যাডার সিস্টেম আপডেট করা হবে। ইতিমধ্যেই কলকাতার নব মহাকরণ ভবনের র‍্যাডারটি বদলে আরও অত্যাধুনিক র‍্যাডার লাগানো হচ্ছে ও শহরে আরও দুটি শক্তিশালী র‍্যাডার লাগানোর পরিকল্পনা আছে বলে খবর।

You May Also Like