নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি বিধায়কের

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার নদী বাঁধের সরকারি জায়গা বিক্রির অভিযোগ ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে কংসাবতী নদীবাঁধের সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে শাসকদলের বিধায়ক হুমায়ুন কবিরের নাম ব্যবহার করে। কিছু মানুষ বিধায়কের নাম নিয়ে এই দুর্নীতি চালাচ্ছে।

ওই পঞ্চায়েত সদস্যের আরও দাবি, যিনি অভিযোগ তুলেছেন, তিনিও আগে তৃণমূল করতেন। পরে ক্ষোভে দল ছাড়েন। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।

You May Also Like