নয়া মোড় নিল রাজ্যে চলতে থাকা নিয়োগ দুর্নীতি

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের পুরসভার নিয়োগে দুর্নীতিতে নয়া মোড়! এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বল গড়াল সরকারি দফতরে।

বিগত ৮ বছর ধরে রাজ্য জুড়ে সব পুরসভার নিয়োগ ঠিক কী প্রক্রিয়া মেনে হয়েছে, কোন পদ্ধতিতে হয়েছে এবং ক’জনের চাকরি হয়েছে, তা জানতে চেয়ে এবার চিঠি পাঠালো ইডি। জানিয়ে রাখি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি পাঠালো গোয়েন্দা সংস্থা। পুর ও নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

পুর নগরোন্নয়ন দফতর রয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাতে। এ বার পুরমন্ত্রীর দফতরেই দুর্নীতির তদন্তে চিঠি ইডির। গতবছর থেকে শিক্ষাক্ষেত্রে পাহাড়প্রমান দুর্নীতির পর এবার পুর নিয়োগে দুর্নীতির খোঁজে তদন্তে গতি বাড়াতে চাইছে ইডি। উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুর দুর্নীতির হদিস মেলে বলে দাবি ইডির।

You May Also Like