চাপ বাড়ছে মানিকের ওপর

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছর ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

সম্প্রতি মানিকের বিরুদ্ধে নিয়ম না মেনে বেতন নেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় মানিকেরই কিছু ছাত্র। আর এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন যোগেশচন্দ্র চৌধুরি কলেজের বর্তমান অধ্যক্ষ পঙ্কজ রায়।

স্নাতকোত্তরের আগেই পিএইচডি করে ফেলেছিলেন মানিক ভট্টাচার্য। ঠিক এমনই অভিযোগে সরব কলেজের বর্তমান অধ্যক্ষ। তার অভিযোগ, মানিক যথেষ্ট প্রভাবশালী ছিলেন। তাই তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা সম্ভব হয়নি। মানিকের আমলে কলেজে দুষ্কৃতী আনাগোনা বেড়েছিল বলেও অভিযোগ।

You May Also Like