অগ্নি মূল্য রান্নার গ্যাসের দাম

0 min read

ফের মাথায় হাত পড়লো মধ্যবিত্তদের। আবার আগুন হলো হেঁশেলের গ্যাসের দাম। একে করোনা আবহে কমছে অর্থ উপার্জন, কিন্তু অন্যদিকে প্রতি মাসে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। তাই মাথায় হাত পড়লো মধ্যবিত্তদের। কলকাতায় একধাক্কায় অনেকটা বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। এক লাফে বাড়ল ২৫ টাকা৷ এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮৮৬ টাকা৷ এর আগে এই দাম ছিল ৮৬১ টাকা। এই নিয়ে গত ছ’মাসে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪১ টাকা। গত একবছরে এই মূল্য বেড়েছে ২৪১ টাকা। স্বভাবতই, এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন ছোট খাবার ব্যবসায়ীরাও। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দোকান চালানোই মুশকিল হচ্ছে তাঁদের পক্ষে।

এদিকে, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও পূর্বতন ইউপিএ সরকারকেই দায়ী করেছেন। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকারের আমলে জারি করা ওয়েল বন্ডের মূল্য বর্তমান সরকারকে চোকাতে না হলে দেশের মানুষকে সহজেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে অব্যাহতি দেওয়া সম্ভব হত বলেই দাবি করেছেন নির্মলা। এর আগেও খোদ প্রধানমন্ত্রীও পেট্রোপণ্যের ক্ষেত্রে পূর্বতন সরকার স্বনির্ভর হতে পারেনি, আমদানির উপরেই নির্ভরশীল ছিল বলেই বর্তমানে তেলের দাম বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছিলেন। এদিন সেই একই রাস্তায় হেঁটে নির্মলাও কংগ্রেস সরকারকেই কাঠগড়ায় তুলেছেন।

You May Also Like