দোষীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

0 min read

দোষীদের শাস্তি কমাতে বড় ঘোষণা কোর্টের তরফে। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির মতো নিষ্ঠুর ও যন্ত্রণাদায়ক সাজার বিকল্প চায় সুপ্রিম কোর্ট৷ মৃত্যুদণ্ড কার্যকর করতে ‘কম যন্ত্রণাদায়ক এবং মর্যাদাপূর্ণ’ পদ্ধতি বেঁচে নেওয়া হোক৷ কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ বলে, ফাঁসির বদলে অন্য কোনও পদ্ধতি অনুসন্ধান করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক৷

ফাঁসির বদলে অন্য কোনও পদ্ধতিতে মৃত্যুদণ্ড দিলে কতটা কম যন্ত্রণার হবে, সেই বিষয়ে বিজ্ঞানসম্মত তথ্য চাইছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট মামলায় আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করেন, ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি মৃত্যু পদ্ধতি। দেহ ঝুলন্ত অবস্থায় থাকার সময় কঠিন যন্ত্রণা সহ্য করতে হয় মৃত্য পথযাত্রীকে। রাষ্ট্র সবটা জানার পর এই পদ্ধতি চালু রাখতে পারে না।

এই মামলার শুনানিতে এদিন কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি ‘মর্যাদাপূর্ণ’ নয় বলেও জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা, তা নিয়ে শুধু ভারতে নয়, গোটা বিশ্বে বিতর্কে রয়েছে। ভারতেও এর আগে বহু বার মৃত্যুদণ্ড তুলে দেওয়ার দাবি উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হিসেবে ত্যুদণ্ডই বহাল রাখা হয়েছে৷

You May Also Like