আবার টয়ট্রেন চলতে শুরু করবে পাহাড়ের বুক চিড়ে

1 min read

আবারও টয়ট্রেনের আওয়াজ শুনতে চলেছে পাহাড়বাসী। করোনার জেরে প্রায় দেড় বছর পর সমতল থেকে পাহাড়ের দিকে ছুটলো টয়ট্রেন। তবে নতুন খবর হলো এবার শুধু মাত্র যাত্রী নয় মালপত্তর নিয়েও বয়ে যাবে এই টয়ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে ফের শুরু হল টয়ট্রেন পরিষেবা। টয় ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিং থেকে ঘুমের মধ্যে যাতায়াত করছি ট্রেনগুলি। পরিকল্পনা ছিল পুজোর আগেই নিউ জলপাইগুড়ি থেকে পুরো পথে চলবে ট্রেন। তবে দেরি না করে এদিন থেকেই এদিন থেকেই এদিন থেকেইপরিষেবা শুরুর সিদ্ধান্ত নেন দক্ষিণ-পূর্ব সীমান্ত রেলের কর্তারা। করোনার জেরে পাহাড়ে দীর্ঘদিন ধরে মার খাচ্ছে পর্যটন ব্যবসা। টয় ট্রেন চালু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা তাঁদের। রেল সূত্রের খবর, টয় ট্রেন পরিষেবা বেশিদিন বন্ধ থাকলে তা ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা হারাতে পারে। সেই আশঙ্কাতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ফের শুরু হল পরিষেবা।

You May Also Like