বাল্যবিবাহ রুখতে কড়া আইনী ব্যবস্থা পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের

0 min read

বাল্যবিবাহ ঠেকাতে কড়া আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন।শুধু তাই নয় শিশুদের উপর যৌন নিগ্রহ রুখতে কড়া আইনের কথাও জানিয়েছে শিশু সুরক্ষা কমিশনের কর্তারা। মালদা শহরের ফার্ম এলাকায় জেলা প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, কনসালটিং এডিটর মহুয়া সাঁতরা, সদস্য সৌমিত্র রায় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।

শিশু সুরক্ষা, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধ করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি তিনি বলেন মুচলেকার কোন গুরুত্ব নেই। মুচলেকা দিয়ে বাল্যবিবাহ রোধ করা যায় না।

বাল্যবিবাহ নিয়ে যদি কোন অভিযোগ থাকে তাহলে পরিবারের লোকেদের পাশাপাশি পুরোহিত, ইমাম এবং নিমন্ত্রিত ব্যক্তিদের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ করা হবে। সরকারের উদ্যোগে যাতে কোন বাচ্চা স্কুলছুট না হয়। শিক্ষার গন্ডিতে থাকলে অনেকটাই রোধ করা যাবে বাল্যবিবাহ। 

You May Also Like