এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

1 min read

উত্তপ্ত পরিস্থিতি, কেষ্টর পর এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার ওপর৷ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির হাতে এবার নোটিস ধরাল সিবিআই। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে হবে৷

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারির পর জানা যায় তাঁর মেয়ে সুকন্যা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ সেই সঙ্গে তিনি একাধিক সংস্থার মালিক৷ কেষ্ট-কন্যার নামে চালকলের হদিস আগেই পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জানা গেল এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং কেষ্ট-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ।

সিবিআই সূত্রে খবর, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ১৬০ ধারায় নোটিস পাঠানো হয়েছে। সেখানে সাক্ষী হিসাবে তলব করা হয়েছে কোম্পানির যুগ্ম ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎবরণকে। সিবিআই-এর দাবি, অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের মাধ্যমে একাধিক সম্পত্তি কেনা হয়েছে৷ অনুব্রতের নামে যে চার্জশিট দেওয়া হয়েছে, তাতেও এই সংস্থার নামে রয়েছে।

You May Also Like