G20 প্রেসিডেন্সির অধীনে মুম্বাইতে TIWG সেমিনার শুরু ২৮শে

1 min read

ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম TIWG সেমিনার ২৮-৩০ মার্চ থেকে মুম্বাইতে অনুষ্ঠিত হবে। এই তিন দিনের সেমিনারে G20 সদস্য দেশগুলির ১০০ জনেরও বেশি প্রতিনিধি, আমন্ত্রিত দেশ, আঞ্চলিক গ্রুপিং এবং আন্তর্জাতিক সংস্থাগুলি বৈশ্বিক বাণিজ্য এবং বিনিয়োগকে ত্বরান্বিত করার জন্য আলোচনায় অংশ নেবে।

তিন দিনের এই সেমিনারে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান এবং রপ্তানি ঋণ সংস্থাগুলির বাণিজ্য অর্থের ব্যবধান বন্ধ করার বিষয়ে আলোকপাত করা হবে এবং দ্বিতীয় অধিবেশনটি কীভাবে ডিজিটালাইজেশন এবং ফিনটেক সমাধানগুলি ট্রেড ফাইন্যান্সে অ্যাক্সেস উন্নত করতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

প্রথম দিনে ২৮ মার্চ ‘ট্রেড ফাইন্যান্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারের অ্যাঙ্করিং এজেন্সিগুলি হল ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্ক এবং এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া (ইসিজিসি)৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর অনুমান অনুযায়ী, ২০১৮ সালে যে ব্যবধান ১.৫ ট্রিলিয়ন ডলার ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ ট্রিলিয়ন ডলার। এই ব্যবধান কমাতে অ্যাকশন-ভিত্তিক সমাধানগুলির বিষয়ে চিন্তাভাবনা করা অপরিহার্য।

You May Also Like