উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের ম্যাক্সিমা সেভিংস অ্যাকাউন্ট

0 min read

প্রিমিয়াম কাস্টমার সেগমেন্টের জন্য শীর্ষস্থানীয় স্মল ফিনান্স ব্যাংক ‘উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক’ চালু করল ম্যাক্সিমা সেভিংস অ্যাকাউন্ট ও বিজনেস ম্যাক্সিমা কারেন্ট অ্যাকাউন্ট। এর ফলে নতুন ও বর্তমান গ্রাহকদের জন্য ব্যাংকিং এক্সপিরিয়েন্স আরও ভাল ও সুবিধাজনক হবে।


ম্যাক্সিমা সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার ৭.৫% অবধি। গ্রাহকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ১ লক্ষ টাকা দিয়ে। ব্যালান্স এলিজিবিলিটি’র জন্য গ্রাহকরা এই অ্যাকাউন্টে ১৫ লক্ষ বা ততোধিক টাকা ফিক্সড ডিপোজিট রাখতে পারবেন। সুবিধাগুলির মধ্যে রয়েছে – হায়ার ট্রাঞ্জেকশন লিমিট, ফ্রি চেকবুক ও ডিডি’র সুবিধা, ফ্রি ট্রাঞ্জেকশন, আনলিমিটেড ক্যাশ ডিপোজিট ও উইথড্রয়াল। ‘কমপ্লিমেন্টারি হেলথ প্রাইম বেনিফিট’ও পাওয়া যাবে এই অ্যাকাউন্টের সঙ্গে।


বিজনেস ম্যাক্সিমা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়িক সংস্থা ও উদ্যোগীদের নানারকম চাহিদা পূরণ করবে। এই অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে সহজ অনলাইন ব্যাংকিং, ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার ও ক্যাশ ম্যানেজমেন্ট অপশন। অন্যান্য সুবিধাবলীর মধ্যে রয়েছে নিজস্ব ক্যাশ ডিপোজিট লিমিট নির্ধারণ, দৈনিক ৫ লক্ষ টাকা এটিএম উইথড্রয়াল লিমিট, পিওএস সার্ভিসের জন্য ফ্রি ইনস্টলেশন ও রেন্টাল ফী।

You May Also Like