আবহাওয়ার পূর্বাভাসে ফের আশঙ্কা,ডিসেম্বরের শুরুতেই হতে পারে ঘূর্ণিঝড়, ঝেঁপে বৃষ্টি

0 min read

বাংলায় আরও কমল তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতা সহ বাংলার বাকি অংশ শীত শীত অনুভূতি তৈরি হয়ে গিয়েছে। ডিসেম্বরের শুরুতেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বাঙালি অপেক্ষায় রয়েছে কবে জাঁকিয়ে শীত পড়বে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে , বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর ওই নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবারই সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে উপগ্রহ চিত্র মারফৎ জানা গিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ওই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। কিন্তু কবে থেকে জাঁকিয়ে শীত? আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের কাঁটা কেটে গেলেই জাঁকিয়ে পড়বে শীত।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।এরপর পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে।আর এই নিম্নচাপ অক্ষরেখার কারণেই আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে, এর প্রভাব পশ্চিমবঙ্গের উপর কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

You May Also Like