করোনা নিয়ে হুঁশিয়ারি হু-এর

1 min read

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। গোটা বিশ্বের জন্য জনস্বাস্থ্যে এখনও উদ্বেগের বিষয় করোনা অতিমারি। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন ‘হু’। তাঁদের বক্তব্য, অতিমারি পর্যায় এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। ভাইরাস ইতিমধ্যে একাধিকবার নিজের রূপ বদলে ফেলেছে এবং বিশেষজ্ঞরা তার নেতিবাচক দিক ইতিমধ্যে দেখে নিয়েছে, তা নিয়ে গবেষণাও চলছে।

তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট বক্তব্য, অতিমারি যে চলে গিয়েছে তা ভাবার কোনও জায়গাই নেই। তবে এখনও সংক্রমণ রুখতে টিকার ওপরই জোর দিচ্ছে তারা। প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যে নিম্নমুখী তা বলাই যায়। কিন্তু যতদিন না পর্যন্ত তা শূন্য হচ্ছে ততদিন চিন্তা।

অন্যদিকে সম্প্রতি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ স্টুয়ার্ট ক্যাম্পবেল রে সংবাদমাধ্যমের সামনে করোনা নিয়ে তাঁর আশঙ্কার কথা প্রকাশ করেন৷ তাঁর আশঙ্কা, করোনার নতুন একটি ঢেউ আসতে চলছে। তার সঙ্গেই ঢুকে পড়বে করোনার নতুন রূপ। বেশ কয়েকটি প্রজাতি এবং উপপ্রজাতি মিলে নতুন একটি রূপের জন্ম দেবে বলেও মনে করা হচ্ছে৷

You May Also Like