অ.মিত শা.হের সভায় .পিস্তল .নি.য়ে….

নিজস্ব সংবাদদাতা :  শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দলীয় সভায় পিস্তল নিয়ে ঢোকার চেষ্টা করলেন এক ব্যক্তিকে আটক করে পুলিশ।  তবে ওই ঘটনায় পুলিশ অফিসার ও কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনওরকমভেরিফাই না করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, পুলিশের হাতে আটক হওয়ার পর ওই ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রাক্তন কর্মী বলে দাবি করেন। অস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত এবং তার লাইসেন্সও তিনি দেখান। তা দেখেই তাঁকে সভায় ঢুকতে না-দিয়ে বাসে তুলে দেয় ময়দান থানার পুলিশ। সেই জন্যই প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। লাইসেন্স থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় এক জন কী উদ্দেশ্যে পিস্তল নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, তা ভালো ভাবে না-জেনেই তাঁকে ছেড়ে দেওয়া হল কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। কোনও নাশকতার ছক ওই ব্যক্তির ছিল কি না, লাইসেন্সটি আসল নাকি নকল, সেই সব না-জেনেই ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া যে ঠিক হয়নি, সেটা উপলদ্ধি করেই পরে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

You May Also Like