আজ হবে নন্দীগ্রাম সফর

1 min read

রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিক্ষিপ্ত জায়গায় রক্তও বয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর যেসব জায়গায় হিংসার ঘটনা ঘটেছে সেই সব এলাকা পরিদর্শন করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ইতিমধ্যেই কোচবিহার সফর করেছেন তিনি। এই পরিস্থিতে কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যের বিধানসভা ভোটে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে গিয়ে হিংসা নিপীড়িত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের সাহায্যের আশ্বাস দিচ্ছেন তিনি। আজই সেখানে যাবেন তিনি। এদিন সকালেই বিএসএফের কপ্টারে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি। এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল যাবেন জানকীনাথ মন্দিরে।

প্রসঙ্গত, রাজ্যপাল শুক্রবার আসামের ধুবুড়ি জেলার আগমনিতে যান। সেখানে রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের জন্য শরণার্থী শিবির বানিয়েছে বিজেপি। সেখানে আশ্রয় নিয়েছেন কোচবিহারের বক্সিরহাট, তুফানগঞ্জ-সহ একাধিক এলাকার আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের সঙ্গে কথা বলে দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস দেন রাজ্যপাল।

You May Also Like