আমেরিকায় স্থাপিত হল ২৫ ফুট উঁচু ভগবান হনুমানের মূর্তি

1 min read

সংকটমোচী মহাবলি হনুমান সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তগণ। এমনকি আমেরিকায়ও যে বিরাট ভক্তকূল বসবাস করেন ভগবান হনুমানের, তাঁর প্রমাণও পাওয়া গেল। সম্প্রতি ২৫ ফুট উঁচু এক বিশাল হনুমানের মূর্তি বসানো হল ডেলাভিয়ারে। যার প্রশংসা চলছে সমগ্র বিশ্ব জুড়েই।

নব স্থাপিত এই মূর্তি নিয়ে চর্চাও করছে মার্কিন সংবাদ সংস্থাগুলো। এক মার্কিন সংবাদ সূত্রে জানা যায়, কালো গ্রানাইট দিয়ে তৈরি এই মূর্তি তৈরি করতে প্রায় ১ বছর সময় লেগেছে।

হ্যাকিসনের হিন্দু মন্দির অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ পাটিবন শর্মা জানিয়েছেন, কার্যকরীভাবে মূর্তি নির্মাণের কাজ শেষ হওয়ার পর মন্দিরে স্থাপন করা হয়েছে। এরপর পণ্ডিতদের সাহায্যে ৫-১০ দিনের অনুষ্ঠানে অগ্নিপ্রসাদ অনুষ্ঠানসহ আরও বিভিন্ন নিয়মকানুন পালন করা হয়। মূর্তি স্থাপনের জন্য যন্ত্র প্রতিষ্ঠা এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তিটির ওজন প্রায় ৪৫ টন এবং এটিকে অয়েরেঙ্গল তেলেঙ্গানা থেকে আমেরিকায় আনা হয়েছে।

You May Also Like