উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মিউকরমাইকোসিস: মৃত চার

1 min read

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা গেছে চার জন। এছাড়াও মেডিকেলে ১৫ জনের শরীরে মিলেছে এই ছত্রাক রোগের জীবাণু। তবে এবার এই মিউকরমাইকোসিসের চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (IPGMR)কে স্টেট হাব করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে রিজিওনাল হাব তৈরি করা হয়েছে। জানা গেছে উত্তরবঙ্গের যে কোন জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়লে তার চিকিৎসা করবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলের লেকচার হলে এক সেমিনারের আয়োজন করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এডুকেশন ইউনিটের তরফে। এই সেমিনার থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার পদ্ধতি ও চিকিৎসা নিয়ে একটি রূপরেখা তৈরি করা হয়। এরপরই রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে গাইডলাইন প্রকাশ হলে সেই মতো চিকিৎসা করা হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, “যে পরিমাণ রোগী ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হচ্ছে, তার চেয়ে বেশি পরিমাণ বেড ও পরিকাঠামো প্রস্তুত রয়েছে। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে মিউকরমাইকোসিস চিকিৎসার রিজিওনাল হাব সেইমতো পরিকাঠামো এবং চিকিৎসকদের প্রস্তুত রাখা হচ্ছে।”

You May Also Like