কুয়াশায় ঢাকল পৌষের শেষ রবিবার

1 min read

রবিবার থেকে উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ বেশির ভাগ জেলায় শীতে ঢেকে থাকল সারাদিন। শীতের পৌষ শেষের দিকে চলে আসলেও সেভাবে শীত এবং কুয়াশার ছবি দেখেনি উত্তরবঙ্গবাসী। রবিবার শহরের তাপমাত্রাও ছিল অনেকটা নিম্নমুখী।ইংরেজি নতুন বছরের দ্বিতীয় রবিবারে আলিপুরদুয়ার জেলার বিস্তৃণ‍্য এলাকা এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। কুয়াশার জেরে এদিন সামান্য ভোগান্তি হয় শহরবাসীর। ব্যাহত হয় জনজীবন। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটরসাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করেছে। ৩০ফুট দূরত্বে মধ‍্যে দৃশ্যমানতা কম ছিল।

You May Also Like