টানা বৃষ্টির জেরে ফের ধস মিরিকে যান চলাচল ব্যাহত

1 min read

টানা বৃষ্টির জেরে ফের ধস নামলো মিরিকে। এর জেরে গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ত দফতরের কর্মীরা। ধস সংস্কারের কাজে হাতও লাগানো হয়। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয় ধস সরানোর কাজ।

অন্যদিকে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী ১২-এ রাজ্য সড়কও বিপর্যস্ত। তিন জায়গায় রাস্তা অনেকটাই ধসে গিয়েছে। কার্যত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই তিন জায়গায় একমুখী যান চলাচল করা ছাড়া উপায় নেই। মিরিকের গয়াবাড়িতে রাজ্য সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তায় ধীরে গাড়ি চালানোর নোটিশও দিয়েছে পূর্ত দফতর। মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কয়েক জায়গায়। কিছু জায়গায় সরানো হয়েছে। রাজ্য সড়কও বিপদজনক হয়ে পড়েছে। যান চলাচলের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। বৃষ্টি না কমলে ধস সরানোর কাজে গতি আসবে না।

বৃষ্টির জেরে আরও বিপাকে পাহাড়বাসী। সকলেই ঘরবন্দি। রাস্তাঘাট একেবারেই শুনশান। সে দার্জিলিংয়ের ম্যাল হোক কিংবা কালিম্পংয়ের ডেলো! কার্শিয়ংয়ের মোটর স্ট্যাণ্ড সর্বত্রই খাঁ খাঁ করছে। লোকের দেখা নেই।

You May Also Like