নিকেশ হল কুখ্যাত জঙ্গি

1 min read

আবার রক্ত বইল জম্মু কাশ্মীর উপত্যকায়। ফের উত্তপ্ত হল জম্মু কাশ্মীর উপত্যকা। খতম হল জঙ্গি। জম্মু কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ৩ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি। তাদের মধ্যে একজন জঙ্গি দলের কম্যান্ডার, লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মুদাসির পন্ডিত। সোমবার সকালে বারামুল্লা জেলার সোপোরে এক এনকাউন্টারে এক শীর্ষস্থানীয় লস্কর জঙ্গিকে খতম করেছে বাহিনী। উত্তর কাশ্মীরে বারামুল্লা জেলার সোপোর শহরের গুন্দব্রাথ এলাকায় জঙ্গি ও বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এর আগে ১২ জুন উত্তর কাশ্মীরে জঙ্গিরা পুলিসের উপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই রবিবার রাতে বারামুল্লার সোপোরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

চলতি বছর এখনও পর্যন্ত ৫৫ জন জঙ্গিকে খতম করেছে বাহিনী। সবচেয়ে বড় কথা, এদের মধ্য়ে অধিকাংশই স্থানীয় বাসিন্দা। গত বছর, ২০৩ জঙ্গিকে খতম করেছিল বাহিনী। তার মধ্যে ১৬৬ জন ছিল কাশ্মীরি। তার আগে, ২০১৯ ও ২০১৮ সালে যথাক্রমে ১৫৭ ও ২৫৭ জঙ্গি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।

You May Also Like