পরিস্থিতি বিবেচনা করে তবেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে

0 min read

কলকাতা: বর্তমান পরিস্থিতি থেকে একটু অনুকূল পরিস্থিতি তৈরি হলেই এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ফলপ্রকাশের তোড়জোড় চললেও করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি কেমন থাকে তা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, “প্রার্থীদের হাতে তো শুধু মার্কশিট তুলে দিলেই হবে না, উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করা থেকে আরও অনেক কিছু করার দরকার আছে। সামগ্রিক বিষয়গুলি বিবেচনা করেই ফলাফল প্রকাশের কথা ভাবতে হবে। পরিস্থিতি অনুকূল হয়ে উঠলে এবং শিক্ষার্থীরা সহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে তবেই আমরা ফলাফল প্রকাশ করব। আমরা কোনও তাড়াহুড়ো করব না, সময়মতোই সব কাজ হবে। কেননা এখন অনেকগুলি বিষয়েই ঝুঁকি রয়েছে”।

You May Also Like