প্রসাশনের উদ্যোগে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্র

1 min read

রাজ্যের অন্যান্য কিছু রাজ্যের মত এবার প্রশাসনের তরফ থেকে জলপাইগুড়িতে ও চালু করা হলো সুলভ মূল্যের আলুর দোকান।প্রশাসনের সহযোগিতায় আজ থেকেই আলু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত কেজি প্রতি ২৫ টাকা মূল্যে আলু বিক্রি করছে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের দিনবাজারের সরকারি স্টলে আলু কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

এত দিন বাজারে ৩৫-৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করতেন বিক্রেতারা তবে সেই দাম এক ধাক্কায় ২৫ টাকায় নেমে আসায় হতাশায় নিমজ্জিত বিক্রেতারা।সুলভ মুল্যে আলু পাওয়ায় খোলা বাজার থেকে আলু কিনতে চাইছেন না ক্রেতারা। এছাড়াও সরকারি আলুর দোকানে আলুর পাশাপাশি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক। প্রসাশনের এই উদ্যোগের প্রশংসা করেছে সমগ্ৰ শহরবাসী।

You May Also Like