‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

1 min read

কলকাতা: চালু হচ্ছে নয়া প্রকল্প ‘বঙ্গধ্বনি’। নিজেদের রিপোর্ট কার্ড দেওয়ার কাজ শুরু করছে তৃণমূল। পেশ করা হবে ১০ বছরের রিপোর্ট কার্ড। যা শুরু হবে আজ থেকেই। গত দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কি কাজ করেছে বাংলার মানুষের জন্যে, তার যাবতীয় খতিয়ান তুলে ধরবে রাজ্য সরকার। মমতা বন্দোপাধ্যায় বা তাঁর দলের নেতা মন্ত্রীরা একপ্রকার নিশ্চিত মানুষের কাছে তাদের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে।

আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা রাখবে সেই উন্নয়নের উপরেই। শুক্রবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সন্মেলন এবং মিছিল করে শুরু হবে ‘বঙ্গধ্বনি’ যাত্রার প্রচার অভিযান। দশ বছরের রিপোর্ট কার্ড বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ্য।

You May Also Like