বড় অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে

1 min read

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস-এর যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, তমলুকের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে দাঁড়য়েছে।

তবে এবার তাঁর বিরুদ্ধেই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল বিজেপি। দিন কয়েক আগে বসিরহাটের পদ্ম-প্রার্থী রেখা পাত্রর স্বাস্থ্য সাথী কার্ডের তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন দেবাংশু। বিজেপি প্রার্থীও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন, এহেন মন্তব্য করেন তিনি।

এদিকে তৃণমূল প্রার্থীর এই পোস্টের সৌজন্যে ফাঁস হয়ে যায় রেখার ব্যাঙ্ক ডিটেলস সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য। তা নিয়ে সরব হয় বিজেপি শিবির। এবার এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ও হরদীপ পুরী। যদি ডেটা প্রোটেকশন বোর্ড চায় তাহলে এর জন্য জরিমানাও করতে পারে।

You May Also Like