বনসহায়ক পদে স্থানীয় ছেলেমেয়েদের নিয়োগের দাবিতে ডেপুটেশনে বনবস্তিবাসীদের

0 min read

বনসহায়ক পদে ডুয়ার্সের বনবস্তির শিক্ষিত ছেলেমেয়েদের নিয়োগ করা এবং দুর্নীতির বিরুদ্ধে আজ রেঞ্জ অফিসারকে ডেপুটেশন দিল জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জের অন্তর্গত তোতাপাড়া, খট্টিমারি, খুকলুং বস্তি, মেলাবস্তি ও মঙ্গলকাটা সহ সাতটি বনবস্তি এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বন সহায়ক পদে বাইরে থেকে প্রার্থী এনে স্বজনপোষনের মাধ্যমে নিয়োগ করছে। সরকারি আমলারা নিজেদের স্বার্থে এবং প্রচুর অর্থের বিনিময় বেশ কিছু কর্মী নিয়োগ করেছেন। যাদের নিয়োগ করা হয়েছে তারা জঙ্গল সম্বন্ধে কোন‌ও ভাবেই অভিজ্ঞ নয়। অথচ অর্থের বিনিময়ে তাদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

মরাঘাট রেঞ্জের বাসিন্দা রবি রাভা বলেন, বন সহায়ক পদে যাদের নিয়োগ করা হচ্ছে তাদের জঙ্গল সম্বন্ধে কোন‌ও অভিজ্ঞতা নেই। অথচ আমরা যারা দীর্ঘদিন ধরে জঙ্গলের সুরক্ষা‌র সাথে যুক্ত রয়েছি তাদের বঞ্চিত করা হচ্ছে। তাই অবিলম্বে তাদের অগ্রাধিকার দিতে হবে বলে দাবি তোলেন বস্তিবাসীরা। এই দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন এদিন।এদিন রেঞ্জ অফিসারকে ডেপুটেশন দেওয়ার আগে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা।

You May Also Like