বাড়ানো হলো সরকারি ছুটি, আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

1 min read

চলছে পুজোর মরশুম অন্যদিকে প্রায় শেষের পথে চলতি বছর, মাঝে বাকি আর মাত্র দুটি মাস। তারপরেই নতুন বছর শুরু। এরই মধ্যে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। আগামী বছরের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। ২০২৩ সালে বেশ কয়েকটি অতিরিক্ত ছুটি দিতে চলেছে রাজ্য সরকার।

বিজ্ঞপ্তির তালিকা অনুসারে, ২০২৩ সালের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী এবং ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবসের ছুটি। এদিকে ২৬ জানুয়ারিতেই পড়েছে সরস্বতী পুজো। তাই তার আগের দিন ছুটি থাকবে। ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি এবং দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ ছুটি।

এদিকে এপ্রিল মাসে ৪, ৭, ১৪, ১৫ এবং ২২ তারিখ ছুটি। এই দিনগুলিতে যথাক্রমে মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে, আম্বেদকর জয়ন্তী, বাংলা নববর্ষ ও ইদ-উল-ফিতর পড়েছে। মে মাসে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের ছুটি থাকছে। পরে একই রকমভাবে বকরি ইদ, মহরম ও স্বাধীনতা দিবসের ছুটি মিলবে।

উপলক্ষে ১৮ অক্টোবর অর্থাৎ চতুর্থী থেকে বন্ধ সরকারি দফতর। অক্টোবরের ২১, ২৩ ও ২৪ তারিখ দুর্গাপুজোর ছুটি। দশমীর পর আবার ২৫, ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত সরকারি দফতরে অতিরিক্ত ছুটি। পরের দিন আবার ২৮ তারিখ, লক্ষ্মীপুজোর ছুটি। ১২ নভেম্বর, রবিবার কালীপুজো পড়ায় অতিরিক্ত ছুটি দেওয়া হবে ১৩ ও ১৪ নভেম্বর। ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ১৫ নভেম্বর ছুটি। ডিসেম্বরে চিরাচরিত ২৫ তারিখ ছুটি থাকছে।

You May Also Like