বর্ষা যাপন

1 min read

কোন এক অভিমানী নক্ষত্রহীন রাতে,
ভিজে যাওয়া অমাবস্যা চুপি চুপি নামে।
নীলাভ শার্সির এক কোণে,
নিশ্চুপে চলে বর্ষার আঁকিবুকি খেলা।

গাঢ় কালো অবেলায়,
বোবা চাহনিতে মুছে যাওয়া স্বপ্নের স্মৃতি-
কখনও সখনও ফিরে ফিরে আসে।
শুধুই সাক্ষী থাকে বর্ষার জলছবি।

আটপৌরে বৃষ্টির গন্ধে,
মাতোয়ারা সাদা ক্যানভাসে-
ভেসে ওঠে কেবলই শূন্যতা।
এ শুধুই নীরব বর্ষা যাপন।

You May Also Like