বাইশ গজকে বিদায় জানালেন রুমেলি ধর

1 min read

বহু জল্পনার পর সদ্য মাত্রই খেলার জগৎকে বিদায় জানিয়েছেন মিতালি রাজ৷ এর কয়েকদিনের মধ্যেই আবার একজন বাইশ গজকে বিদায় জানালেন মিতালির সতীর্থ রুমেলি ধর৷ ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নীল জার্সিতে অভিষেক হয়েছিল বাংলার এই বোলিং অলরাউন্ডারের। তারপর ভারতের হয়ে টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, তিনটি ফরম্যাটেই খেলেছেন রুমেলি। তবে চোট-আঘাতের জন্য বারবার কেরিয়ারে বাধা এসেছে।

যার জেরে মাঝে জাতীয় দলে অনিয়মিত হয়েও পড়েছিলেন রুমেলা। তবে ২০১৮ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজে তাঁর কামব্যাক সকলকে চমকে দিয়েছিল৷ এক নতুন রুমেলাকে আবিষ্কার করেছিল ক্রিকেটবিশ্ব। ছয় বছর পর ভারতীয় দলে যখন প্রত্যাবর্তন ঘটল তাঁর, তখন রুমেলির বয়স ৩৪। অবশেষে ৩৮ বছর বয়সে ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন এই বাঙালি অলরাউন্ডার৷

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মোট ১০০টি ম্যাচ খেলেছেন রুমেলি। তাঁর দখলে রয়েছে ৮৪টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১,৩২৮ রান। ভারতের হয়ে ২০০৫ সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও খেলেছেন তিনি। সেটাই তাঁর কেরিয়ারের সেরা মুহূর্ত৷ চোট আঘাতের সমস্যা না থাকলে ভারতের হয়ে হয়তো আরও ম্যাচ খেলতে পারতেন রুমেলি।

অবসর ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় রুমেলি লিখেছেন, ‘শ্যামনগর থেকে শুরু হওয়া ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে দাঁড়ি পড়ল। ক্রিকেটের সমস্ত পর্যায় থেকে আমি অবসর ঘোষণা করলাম। দীর্ঘ কেরিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছি। তবে ২০০৫ সালে বিশ্বকাপ ফাইনালে দেশের হয়ে খেলতে পারাটা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত হিসেবে থেকে যাবে।’

You May Also Like