বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত

1 min read

পঞ্জাবে বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত বুধবার রাত থেকে অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। অমৃতসরের ৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। এছাড়া অভিযান চালিয়ে সমস্ত বেআইনি মদের ভাঁটি এবং ঠেক ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আমি এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার এই তদন্ত করবেন। তদন্তে যে কেউ দোষী প্রমাণিত হোক তাকে ছেড়ে কথা বলা হবে না। তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

You May Also Like