ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে ঢোকাতে সংসদে সংশোধনী আনল নেপাল।

1 min read

ইন্দো-নেপাল সীমান্ত বিতর্ক বুধবার নতুন মোড় নিল। বিশ্ব মানচিত্রে ভারতের ভূখণ্ডকে নিজের বলে দাবি করে সংসদে সংশোধনী আনতে উদ্যোগ নিল কাঠমান্ডু। এদিন নেপালের সংসদে এবিষয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। সেই বিতর্কে সর্বসম্মতিক্রমে নতুন মানচিত্রে সংশোধনী আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই। ইতিমধ্যে নেপাল সংসদ সংশোধিত সেই মানচিত্র পাস করিয়েছে। যে উদ্যোগকে সমালোচনার সুরে বিঁধেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন; “ভূখণ্ড দাবি করা এই ধরনের কৃত্রিম উদ্যোগ ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। এই দাবি ইতিহাস ও পারষ্পরিক স্থিতিকে বিকৃত করবে।”

You May Also Like