ভূস্বর্গের মুকুটে নতুন পালক, ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

0 min read

ভূস্বর্গের মুকুটে নতুন পালক। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর এমনিতেই তার নয়নাভিরাম সৌন্দর্য্যের জন্য জগত বিখ্যাত। এবার ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকাতেও নাম তুলল এই শহর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, এই শহরের ঐতিহ্যশালী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে।

মোট ৯০টি দেশের ২৪৬টি শহরের মধ্যে থেকে ৪৬টি শহরকে সৃজনশীল শহরের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। এইসব শহরের সৃজনশীল অবদান, যেমন সাহিত্য, সিনেমা, চিত্রশিল্প, কারুশিল্প, লোকশিল্প ইত্যাদিকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যেই ভারতের একমাত্র শহর হিসেবে সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ইউনেস্কোর মহাসচিব আউড্রি আজুলি বলেছেন, ‘শ্রীনগর এই খেতাব পেয়েছে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে তার ধারাবাহিক অবদানের জন্য।’ তিনি আরও জানিয়েছেন, ‘নতুন আর্বান মডেলকে উৎসাহ দিতেই এই খেতাবের পরিকল্পনা নিয়েছে ইউনেস্কো। যে আর্বান মডেলে একটি শহরের শিল্প, সংস্কৃতি, মেধা ও মননের চর্চা ও সেই মতো শহর উন্নয়নের পরিকল্পনা গুরুত্ব পাবে।’

You May Also Like