জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

0 min read

খেলাধুলার পাশাপাশি পড়াশুনাতেও সাফল্যতা অর্জন করা যায়। এমন ছবি শিলিগুড়ির প্রাণকেন্দ্র শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতেই দেখা যায়। প্রতিবছরের ন্যায় এদিন রবিবার একাডেমির সভাকক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরে ৬০ শতাংশের অধিক নম্বর নিয়ে উত্তীর্ণ কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।

এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকপ্রাপ্ত একাডেমির কৃতি খেলোয়াড়দেরও সংবর্ধনা প্রদান করা হয়।একাডেমির পক্ষ থেকে খেলোয়াড়দের বর্তমান অবস্থান জানতে বার্ষিক আন্তঃ টেবিল টেনিস প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সেখানে সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বছরের সেরা খেলোয়াড় হয়েছে রিপর্না সাহা।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম থেকে আগত স্বামী রাঘবানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অলোক চক্রবর্তী, এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার পৌরপিতা কুন্তল রায়।এদিনের অনুষ্ঠানে সফল খেলোয়াড়দের হাতে বিশিষ্ঠ অতিথিরা ছাড়াও পুরস্কার তুলে দেন ক্রীড়াগুরু অমিত দাম, বিক্রান্ত প্রসাদ, একাডেমির সচিব শিবনাথ গাঙ্গুলী, সভাপতি স্বপন কুমার কর প্রমুখেরা।

You May Also Like