মহানন্দা ও মহিষমারী নদীর সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন অশোক ভট্টাচার্য

0 min read

মহানন্দা ও মহিষমারী নদীর ঘাট নির্মাণ ও কাজ পরিদর্শনে বেরোলেন পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। ইতিমধ্যেই শিলিগুড়িকে সাজিয়ে তুলতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে পুরনিগমের ।তার মধ্যে মহানন্দা নদীর ওপর বাঁধ নির্মাণ , ঘাট নির্মাণ এবং ব্রিজ তৈরি সহ আরো উন্নয়নমূলক কাজ রয়েছে।

জানা গিয়েছে এই করোনা পরিস্থিতি ও লকডাউনে কাজগুলির অগ্রগতি কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এই পরিদর্শন ।অশোক ভট্টাচার্য জানান, সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। তবে লকডাউন এর জেরে কিছুটা কাজ থমকে গেলেও ইঞ্জিনিয়ারদের তৎপরতায় কাজ প্রায় সমাপ্তির পথে। এই সৌন্দর্যায়নের কাজ পুজোর আগেই শেষ করা হবে। রামমোহন মৌলিক ঘাটে অত্যাধুনিক গার্ডেন লাইট এর ব্যবস্থা করা হচ্ছে যা শহরবাসীর আকর্ষণ বাড়াবে। তবে কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন অশোক বাবু। লকডাউনের মাঝেও শ্রমিকরা যেভাবে কাজ করে যাচ্ছে তারও প্রশংসা করেছেন তিনি।

You May Also Like