পাবজি আউট তো ফৌজি ইন

1 min read

পাবজি নিষিদ্ধ আর মন খারাপ করার দরকার নেই। অক্টোবরেই আসছে নয়া দেশি গেম। এই দেশি গেমের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই এই দেশি গেমের প্রথম ধাপ নির্মাণ করা হয়েছে। এই গেমের নাম রাখা হয়েছে ‘FAU-G’ বা ফৌজি। পুরো নাম ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড- গার্ডস’। বেঙ্গালুরুর একটি সংস্থা শীঘ্রই এই নতুন গেম প্রকাশ করতে চলেছে। এই অ্যাপ তৈরির ক্ষেত্রে মূলত মেন্টর হিসেবেই কাজ করছেন অক্ষয় কুমার।

সংস্থা জানিয়েছে, এই গেম থেকে যে অর্থ আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। উল্লেখ্য, এই সংগঠনটি ভারতের বীর সেনাদের এবং তাঁদের পরিবারকে সাহায্য করে থাকে। অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন যে, এই গেমের মধ্যে দিয়ে দেশের যুব সমাজ জওয়ানদের বলিদানকে উপলব্ধি করতে পারবে।

You May Also Like