যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

1 min read

নিজস্ব সংবাদদাতা : যত্রতত্র থুতু ফেললেই এ বার পেতে হবে শাস্তি। করোনা ভাইরাস এই সংকটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছে, জনসমক্ষে বা কাজের ক্ষেত্রে যেখানে সেখানে থুতু ফেলাটা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে। মারণ ভাইরাস রুখতে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এবং রাজ্যগুলিকেও তা মানতে অনুরোধ করছে। মঙ্গলবার শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। বিভিন্ন রাজ্যকে কঠোরভাবে সেই নির্দেশিকা পালনের জন্য বলা হয়েছে। নির্দেশিকা না-মানলে শাস্তিবিধানের কথাও বলা হয়েছে নয়া নির্দেশিকায়।

সামান্য ড্রপলেটসেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে কোভিড ১৯ ভাইরাস। এই অবস্থায় কোনওরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গে আইন করে গুটখা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রাজ্যে পান মশলা ও জর্দার ব্যবহার এখনও নিষিদ্ধ না-হওয়ায় সেগুলির নাম করে গুটখার দাপট এখনও বজায় রয়েছে রাজ্যে। সেই প্রকোপ এ বার কিছুটা কমে কি না, তা বোঝা যাবে আগামী দিনে। এ ছাড়া মাস্ক ব্যবহার নিয়েও কড়া পদক্ষেপ করেছে সরকার। আগেই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বেরোলে মাস্ক পরাটা বাধ্যতামূলক ঘোষণা করেছিল। এ বার গোটা দেশেই সেই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

 

You May Also Like