শিলিগুড়িতে শুরু দুয়ারে ভ্যাক্সিন

0 min read

জেলাজুড়ে ৭০ এর উর্দ্ধে মানুষজনদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ দ্রুত শুরু করতে চলেছে শিলিগুড়ি পুরসভা, লিভার ফাউন্ডেশন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর। দুয়ারে ভ্যাক্সিনের আওতায় এই ভ্যাক্সিন দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদের। যাতে বয়স্ক মানুষরা দ্রুত ভ্যাক্সিন পান সেই বিষয়টি খতিয়ে দেখতে আজ শিলিগুড়ি পুরসভায় একটি জরুরি বৈঠক করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পর্নমবলম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক সহ পুরসভার আধিকারিকরা। বৈঠক শেষে গৌতমবাবু জানান, জেলায় এখনো পর্যন্ত মোট সাড়ে চার লক্ষ মানুষ ভ্যাক্সিন নিয়েছেন। এবারে দুয়ারে ভ্যাক্সিনের মাধ্যমে জেলায় যাদের বয়স সত্তরের উপরে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন দেওয়া হবে। যদিও জেলার সমস্ত বয়স্ক মানুষের তালিকা হাতে এই মূহুর্তে নেই বলে জানিয়েছেন গৌতমবাবু। তবে জেলা জুড়ে বয়স্ক মানুষদের তালিকা তৈরি করা হচ্ছে। সব বয়স্ক মানুষদের নাম যাতে সঠিকভাবে তালিকাতে উঠানো যায় তার জন্য প্রয়োজনে নির্বাচন কমিশনে যে নামের তালিকা রয়েছে সেটিও খতিয়ে দেখা হবে।

আগামী সপ্তাহ থেকেই জেলা জুড়ে বয়স্ক মানুষদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য। বয়স্ক মানুষদের তালিকা দ্রুত তৈরি করা হচ্ছেও বলে তিনি জানান।

You May Also Like