সংক্রমণ কম হলেও, কমছে না দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা

0 min read

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হার অল্প হলেও কম ছিল কিন্তু ১০ জুন থেকে বদলালো সেই চিত্র। দেশে দৈনিক মৃত্যু মে মাসে পৌঁছে গিয়েছিল ৪০০০ এর উপরে এবং দেশের সক্রিয় রোগীর সংখ্যাও নেমেছে ১১ লক্ষের নিচে। কিন্তু গত তিন দিন দেশের দৈনিক মৃত্যু সংখ্যা বেড়েই চলছে, হঠাৎ মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

বিহারে কোভিড আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে, ১০ জুন যোগ হয় ওই মৃত্যুর সংখ্যা। অর্থাৎ দেশে দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়ে যায়। দেশে অতিমাড়ির পর্ব এখনও পুরোপুরি ঠিক হয়নি, ১১ জুনও দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজারের কাছাকাছি। অথচ ঐদিন বিহারী মৃত্যুর সংখ্যা ৫০ এর কম। ১২ জুন দেশের মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়ালো। তথা দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না।

You May Also Like