শিলিগুড়ির পরিত্যক্ত জমিতে শুকরের খাটাল, নজর নেই পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে অবৈধ শুকরের খাটাল।শহরের একাধিক ওয়ার্ডের পরে থাকা ফাঁকা জমিতে খাটাল তৈরি করে শুয়োর প্রতিপালন করছেন। শহরের বাসিন্দাদের অভিযোগ এই কাজে যুক্ত রয়েছেন শিলিগুড়ি পুরনিগমেরই কর্মীরা।এ ঘটনায় অবাক শহরবাসী।এই শুয়োরের খাটাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। সোয়াইন ফ্লু,হেপাটাইটিস ই জন্ডিস সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। শহরের মহানন্দা নদীর চরে, ডন বসকো রোড সংলগ্ন জায়গায় ,সেবক রোড সংলগ্ন জায়গায় অবাধে প্রতিপালন হচ্ছে শুয়োর।এ বিষয়ে নির্বিকার প্রশাসন

You May Also Like