শিলিগুড়ি থেকে সিকিম – রেলপথ এর কাজ অনেকটা এগিয়ে

1 min read

দেশ জুড়ে লক্ডাউন এর কারণে পিছিয়ে গেছে সবকিছুই, ফের আনলক ফেজ এ শুরু সিকিম রেলপথ এর কাজ

  • সেবক থেকে রংপো পর্যন্ত দীর্ঘ ৪৫ কি.মি. রেল-পথ এ৫ টি স্টেশন, ১৪ টি টানেল এবং ১৭ টি ব্রিজ থাকবে
  • পরিবেশবিদরা জানিয়েছেন এই রেল পথের জন্য পাহাড়ি পরিবেশ এবং নানান প্রাকৃতিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়,কিন্তু এটাও ঠিক যে এই রেলপথ এর কারণে হাজার হাজার মানুষ এর কর্ম-সংস্থান সৃষ্টি হবে
  • সিকিমের জন্য একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক

পশ্চিমবঙ্গ এর দার্জিলিং,কালিংপং, পূর্ব সিকিম এ সেবক থেকে রংপো রেলওয়ে প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্রেনের রুটটি টানেল এবং সেতুগুলির মধ্য দিয়ে যাবে। রেললাইন এ ১৪ টি টানেল, ১৭ টি বড় সেতু এবং আটটি ছোট ছোট ও পাঁচটি স্টেশন থাকবে – সিভোক, রিয়াং, তিস্তা বাজার, মেলি এবং রাঙ্গো। তিস্তা বাজার আন্ডারগ্রাউন্ড রেলস্টেশন হবে। দুটি স্টেশনগুলির মধ্যে দীর্ঘতম দূরত্ব মেলী এবং রাঙ্গপোর মধ্যে প্রায় ১৭.৬ কিলোমিটার হবে। দীর্ঘতম টানেলের দৈর্ঘ্য প্রায় ৫.১৩ কিলোমিটার এবং দীর্ঘতম সেতুটির দৈর্ঘ্য হবে প্রায় ৩৭৫ মিটার।

ভারতীয় রেলপথের নতুন রেলওয়ে রুট যাত্রী যাতায়াত এর সাথে বর্তমান চীন-ভারত এর যে যুদ্ধএর রূপ সৃষ্টি হয়েছে তাতেও কার্যকরী ভূমিকা পালন করবে বলে মত নর্থইস্ট রেলওয়ের।

You May Also Like