শেষ হল এক অধ্যায়

1 min read

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। বহু প্রাণ গিয়েছে। ফের কেড়ে নিল এক কবির প্রাণ। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯ বছর। বাড়িতেই এদিন সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শঙ্খবাবু। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। চলে গেলেন শঙ্খবাবুও।

কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বুধবার সকালে ভেন্টিলেটরে দেওয়া হয় শঙ্খ ঘোষকে। যদিও ব্যর্থ সমস্ত প্রচেষ্টা। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা গিয়েছে শঙ্খবাবুকে। ২০১১ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করে তৎকালীন কেন্দ্রীয় সরকার।

You May Also Like