হ্যান্ডবিল ও পর্চা বিলি করছেন কিশোরগঞ্জের নিখোঁজ কিশোরের পরিবার

0 min read

কিশোরগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পরেও, এক কিশোর উদ্ধার না হওয়ার কারণে অভিভাবকরা বিহার, বাংলা সমস্ত জায়গায় নিজেরা হ্যান্ডবিল ও পর্চা বিলি করার কাজ শুরু করেছে, পাশাপাশি তারা মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে ওই বাচ্চা পেলে তাদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। গত ২০/০৫/২০২১ তারিখে কিশোরগঞ্জের কজলামনী গ্রামের বাসিন্দা অমিত হেমরমের ১৩ বছরের ছেলে ফ্রান্সিস হেমরম বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর তাদের বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নিলে কোনো হদিস না পাওয়াতে তারা বিহার ও বাংলা পুলিশের কাছে লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করেন। বিহার বাংলা দুই পুলিশ এর কাছে দরবার করলেও তাদের ছেলে এই পর্যন্ত পাওয়া যায়নি তাই তারা বাধ্য হয়ে বিহার বাংলার পাঞ্জিপাড়া, কানকি, ইসলামপুর ও অন্যান্য এলাকায় মাইকিং এবং পর্চা ও হ্যান্ড বিল বিতরণ করছেন। নিখোঁজের মা মরিয়ম হেমরম বলেন তারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন কিন্তু ছেলেকে পাচ্ছেন না তাই তারা এই পদক্ষেপ নিয়েছেন যাতে তার ছেলে পাওয়া যায়। অন্যদিকে পরিবারের সদস্য ও অন্যান্যরা জানিয়েছেন, যে ছেলেকে ফিরিয়ে দিবে তাকে ১০,০০০ টাকা দিয়ে সম্মান করা হবে।

You May Also Like